যশোরে জাজ রেফারি লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা ও সেমিনার 

এখন সময়: মঙ্গলবার, ৭ মে , ২০২৪, ১২:১৮:১০ পিএম

 

ক্রীড়া প্রতিবেদক: যশোরে শুক্রবার সকালে বিকেএফ জাজ রেফারি লাইসেন্সিং পরীক্ষায় (খুলনা বিভাগ) উত্তীর্ণদের সংবর্ধনা ও কারাতে সেমিনার হয়েছে। বাংলাদেশ কারাতে অর্গানাইজেশন ও জয়তি সোসাইটির আয়োজনে জয়তি সোসাইটিতে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধিতরা হলেন-আকবর আলী (জাজ এ) , মোহাম্মদ আলী (জাজ এ) , রফিকুল,ইসলাম (জাজ বি),  হায়দার আলী (জাজ বি) , ফারুক হোসেন  (জাজ বি) রাশেদুল ইসলাম সজল  (জাজ বি) সাইফুজ্জামান সাইফুল  (জাজ বি) ,জিএম নাসির উদ্দিন (জাজ বি)  জিয়ারুল ইসলাম (জাজ বি) , ইমরান হাসান টুটুল (জাজ বি) ও রফিকুল ইসলাম রফিক (রেফারি বি)। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর পিটিআই’র সুপার  আতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা কারাতে পরিষদের সহসভাপতি প্রদীপ কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক ইমরান হাসান টুটুল, যশোর পিটিআইয়ের সিনিয়র শিক্ষক পলাশ কুমার ঘোষ, বর্ডার গার্ড বাংলাদেশের কারাতে প্রশিক্ষক নূর হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন জয়তি সোসাইটির  নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস । অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ কারাতে অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।