রূপসায় মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের দাফন সম্পন্ন

এখন সময়: মঙ্গলবার, ২৩ এপ্রিল , ২০২৪, ০৩:২০:৫২ পিএম

রূপসা প্রতিনিধি: ৭১ টেলিভিশনের ষ্টাফ ক্যামেরা পার্সন, রূপসা উপজেলার নৈহাটি গ্রামের বাসিন্দা মাহফুজ আহম্মেদ অপুর পিতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান (৭০) এর জানাজা গত ১৫ জুন যোহর বাদ নৈহাটি কর্ণপুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নৈহাটি সম্মিলিত কবরস্থানে তাকে দাফন করা হয়। তার আগে রূপসা থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল তাকে রাষ্ট্রীয় মর্জাদায় গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, মুক্তিযোদ্ধা আ.মজিদ ফকির, জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ আজাদ আবুল কালাম, এমপির সমন্বয়কারী নোমান ওসমানী রিচি, নৈহাটি ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, সাবেক ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, রূপসা উন্নয়ন সংস্থার সভাপতি এ্যাড. মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা আক্তার ফারুক, রূপসা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, ইউপি সদস্য আলমগীর হোসেন শ্রাবন, আসাবুর রহমান, সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম বাবু, যুবলীগ নেতা বাদশা মিয়া, আ.মজিদ শেখ, মাওলানা এম সাইফুল্লাহ, মাওলানা ওয়ালিউল্লাহ, আওয়ামী লীগ নেতা নাজির শেখ, হুমাউন কবির রাজা, বিএনপি নেতা বাবু মোল্লা, কর্ণপুর যুব সংঘের সাধারণ সম্পাদক আশরাফ আলী রাজ, মনিরুল ইসলাম, এ্যাড. হালিম, জামাল মোল্লা, হাসানুজ্জামান চৌধুরী মনি, মিলন মোল্লা, শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম,মো. মহসিন তালুকদার প্রমূখ। জানাজা নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মঞ্জুরুল ইসলাম। এর পূর্বে মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের কফিনে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দূস সালাম মূর্শেদীর পক্ষে পুস্পমাল্য অর্পণ করেন তার সমন্বয়কারী নোমাম ওসমানী রিচি।