আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার সদর ইউনিয়ন ও শ্রীউলা ইউনিয়ন পরিষদে ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে স্ব স্ব ইউনিয়ন পরিষদের হলরুমে এ বাজেট সভা অনুষ্ঠিত হয়।
আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের বাজেট সভা শেষে শ্রীউলা ইউনিয়ন পরিষদে বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রীউলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্ট্যান্ডিং কমিটি, ইউ ডিসিসি কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ জনগণের প্রতিনিধি বৃন্দ ও রূপান্তরের পক্ষ থেকে মিনহাজুল হক এবং সৌমিক দত্ত, পরিষদের সচিব খাইরুল ইসলাম প্রমুখ।