ফুলতলা প্রতিনিধি: পবিত্র ঈদ উল আজহার ছুটির মধ্যেও ফুলতলা উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিরবিচ্ছিন্ন সেবা প্রদান করেছে। ফুলতলা উপজেলার ৪ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্য, কিশোর কিশোরী, পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি বিতরণ, নরমাল ডেলিভারিসহ সাধারণ রোগীদের সেবা প্রদানের কাজ চলমান রয়েছে। সেবাগুলোর ভিতর মধ্যে ছিল ১৮ মাকে গর্ভকালীন সেবা, ৭ মাকে প্রসবত্তোর সেবা, ২ টি মা সমাবেশ, ১৭ শিশু, ১২ কিশোর কিশোরী, খাবার বড়ি সুখী ৬ জন, ডিপো প্রভেরা ৮ জন, ২ জন কনডম এবং ৯৬ জনকে সাধারণ সেবা প্রদান করা হয়। স্থানীয় জনগণও ছুটিকালীন সময়ে সেবা পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় সার্বিক কার্যক্রম মনিটরিং করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা খাতুন এবং মেডিকেল অফিসার ডা. সীমন্তি সাহা।