আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নে নাইম হোসেন নামে এক সপ্তম শ্রেণির ছাত্র নিখোঁজ হয়ে গেছে। অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান মেলেনি।
খাজরা ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মকবুল হোসেন গাজীর ছেলে নাইম হোসেন (১৩) খাজরা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী। সে গত ১৯ জুন বিকাল সাড়ে ৫টার দিকে বাড়ি থেকে খাজরা বাজারে রওয়ানা হয়। ওইদিন রাত ৮ টা পর্যন্ত অপেক্ষা করে না পেয়ে বাড়ির লোকজন আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ খবর নিলেও কোন হদিছ পাওয়া যায়নি। গায়ের রঙ ফর্সা, লম্বাটে এবং জিন্সের প্যান্ট ও কাল রঙের গোলগলা গেঞ্জি পরিহিত অবস্থায় নিখোঁজ হওয়া নাইম সাতক্ষীরার আঞ্চিলক ভাষায় কথা বলে থাকে। এব্যাপারে তার পিতা আশাশুনি থানায় গত ২৩ জুন একটি সাধারণ ডায়রী করেছেন। জিডি নং ৯৮৪। তার কোন খোঁজ পেলে তার পিতার ০১৭৫৮৭৪২৩৯১ নং মোবাইলে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।