বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ্য পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাগেরহাটের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক বুলু । প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোমিনুর রহমান।
জেলা ক্রীড়া কর্মকর্তা হোসাইন আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আলোচনা করেন জেলা শিক্ষা কর্মকর্তা এস এম সায়েদুর রহমান, মেডিকেল অফিসার মো. রিয়াদুজ্জামান, প্রেসক্লাবের প্রতিনিধি ইয়ামিন আলী, পুলিশ পরিদর্শক আলাউদ্দিন গাজী, বেসরকারী সংস্থা রুপান্তর প্রতিনিধি শিল্পি আকতার, উদয়ন বাংলাদেশ এর প্রোগ্রাম অফিসার সুশান্ত মল্লিক, শিক্ষার্থী ময়না আকতার প্রমুখ।
আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের র্পুস্কৃত করা হয়। আলোচনা সভা শুরুর আগে উৎসববন্ধন কর্মসূচি নামে একটি র্যালি আদালত চত্বর প্রদক্ষিণ করে।