Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

এখন সময়: বৃহস্পতিবার, ৩ জুলাই , ২০২৫, ১০:০২:৩১ পিএম

 

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলতলার উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা অডিটোরিয়ামে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি খুলনার অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আব্দুস সামাদ। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার রাজিয়া সুলতানা।

উপসহকারী কৃষি অফিসার সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার শাহিন আলম, সমবায় অফিসার সাবিনা পারভীন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার।

এসময় উপস্থিত ছিলেন, জামিরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসনেয়ারা, প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সাইফুল্লাহ তারেক, তোফাজ্জেল হোসেন,  ইউপি সদস্য ইয়াসমিন আক্তার, সুমন মোল্যা, কৃষকদল নেতা ইব্রাহীম সরদার, কৃষিজীবী ইউনিয়ন ফুলতলা শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম পলাশ, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার তাইজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা আল মামুন হাওলাদার, সালমা সুলতানা, চামেলী মল্লিক  প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)