Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রতিপক্ষের বৈঠার আঘাতে নদীতে পড়ে নিখোঁজ মৎস্যজীবীর লাশ উদ্ধার

এখন সময়: রবিবার, ৬ জুলাই , ২০২৫, ০৩:২৬:১০ পিএম

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মধুমতি নদীতে মাছ ধরার সময় প্রতিপক্ষের বৈঠার আঘাতে নিখোঁজ শৌখিন খান (৩৮) মৎস্যজীবীকে উদ্ধার করেছে মাগুরার মহম্মদপুর থানা পুলিশ। শুক্রবার সকালে মহম্মদপুর উপজেলা চরপাচুড়িয়া খেয়াঘাট এলাকার থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিখোঁজ মৎস্যজীবী শোখিন খান মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের পাল্লা চরপাড়া গ্রামের ছাত্তার খানের ছেলে।
পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে জেলার ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা এবং মাগুরা জেলার মহম্মদপুর সীমান্তবর্তী মধুমতি নদীতে মাছ ধরতে গিয়ে প্রতিপক্ষ মৎস্যজীবী ফরিদপুর জেলার মধুখালি উপজেলার নওপাড়া গ্রামের মৃত সোলেমান মোল্যার ছেলে জব্বার মোল্যার (৩৭) হাতে থাকা বৈঠার আঘাতে নদীতে পড়ে নিখোঁজ হন। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত নদীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়েও নিখোঁজ মৎস্যজীবী শৌখিনের সন্ধান পায়নি। তখন নদীর পাড়ে থাকা স্বজনদের আহাজারিতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিখোঁজ শৌখিনের লাশ উদ্ধার করা হয়েছে। তার লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)