Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

‘৩১ দফা বাস্তবায়নে সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে’

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ০৮:৫৯:৪১ পিএম

ফরহাদ খান, নড়াইল : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নড়াইলের পিরোলী ফুটবল মাঠ এলাকায় আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পিরোলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পিরোলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জামির হোসেন মোল্যার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল। প্রধান বক্তা ছিলেন-যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির। বিশেষ বক্তা ছিলেন-বিএনপি নেতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক বি এম নাগিব হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা লেফট্যানেন্ট কর্নেল সাজ্জাদ হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সুকেশ সাহা আনন্দ, কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন, কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিঠু, কালিয়া পৌর বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা জাসাসের সাধারণ সম্পাদক কালিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর স ম ইকরাম রেজা, জেলা কৃষকদলের সাবেক সভাপতি এম রেজাউল করিম, কালিয়া উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলতাফ উদ্দিন আনসারী, কে এম সাকিব আল হাসানসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বিএনপি নেতা মাহিনুর ইসলাম।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)