অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে শতাধিক পরিবারের মাঝে চাল বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার নওয়াপাড়া টেকার স্ট্যান্ডে সাগরিকা কমপ্লেক্সের ভিতরে এ চাল বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহির উদ্দিন মোল্যার উদ্যোগে ও সিনিয়র সহসভাপতি আব্দুল আলিম শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি।
উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি জিএম বাচ্চু, সহসভাপতি আব্দুর রশিদ বিশ্বাস, বিএনপি নেতা শহিদুল ইসলাম, মনিরুজ্জামান মনি, শহিদুল খাঁ, অসীম দাস, আবু কালাম, মো তৌহিদুজ্জামান, রাজু আহমেদ, রিয়াদ ভূইয়া, মো. শিমুল, মো. সবুজ, সুজন শেখ, মোহাম্মদ ইসলাম ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গনেষ মন্ডল। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জাওয়াদ আফকার।