নিজস্ব প্রতিবেদক : যশোরের ঝিকরগাছায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিহাব শিকদার (২৫) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার নবীবনগর চারাতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত শিহাব নড়াইল সদর উপজেলার দক্ষিণ নড়াইল গ্রামের জিল্লুর শিকদারের ছেলে। তার মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রয়েছে। অপরদিকে, যশোর শহরের গোলপাতা মসজিদের পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক আহত হয়েছে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শিহাব শিকদার সড়কের ওপর আছড়ে পড়ে। এসময় পিছন থেকে একটি ট্রাক তাকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলে শিহাবের মৃত্যু হয়। তিনি মোটরসাইকেল চালিয়ে কোথায় যাচ্ছিলেন তা এখনও জানা যায়নি।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, শিহাব শিকদারের মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে আছে। ঘাতক ট্রাক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অপরদিকে, একই দিন যশোর শহরের গোলপাতা মসজিদের পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক জখম হয়েছে। তারা হল শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আরিফ হোসেনের ছেলে সিজান (১৮) ও শহিদুল ইসলামের ছেলে সিফাত (১৬ )। মোটরসাইকেল চড়ে জুম্মার নামায আদায় করতে যাওয়ার পথে ইজিবাইকের সাথে সংঘর্ষ হলে তারা দুইজন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহতের স্বজনরা জানান, মোটরসাইকেল করে সিফাত ও সিজান জুম্মার নামাজ পড়তে যাচ্ছিল। পথিমধ্যে শংকরপুর গোলপাতা মসজিদের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা ইজি বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে উভয়ই রাস্তার উপর পড়ে আহত হন। পরে স্থানীয় লোকজন আহত দুইজনকে উদ্ধার করে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভতি করেন।
জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, আহত সিফাত ও সিজানের অবস্থা গুরুতর। সার্জারী ওয়ার্ডে তাদের চিকিৎসাসেবা চলছে।