মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে আহমাদুল্লাহ রাজু নামে এক বিতর্কিত ব্যক্তিকে শ্যামকুড় যমযমিয়া দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি করায় সুপার আবদুল মোত্তালিব স্থানীয় বিএনপিনেতৃবৃন্দসহ এলাকাবাসীর তোপের মুখে পড়েন। শনিবার দুপুরে অভিভাবকসহ এলাকাবাসী মাদরাসা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় বিক্ষুব্ধরা কমিটির সভাপতি পরিবর্তন করে এলাকার গ্রহণযোগ্য ব্যক্তিকে সভাপতি করতে ভারপ্রাপ্ত সুপারকে ১৫ দিনের আল্টিমেটাম দেন। অন্যথায় বৃহত্তর কর্মসূচি গ্রহণের ঘোষণা দেয়া হয়।
শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান বলেন, বিতর্কিত ব্যক্তিকে সভাপতি করায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। এক পর্যায়ে মাদরাসা কক্ষে সুপারের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ভারপ্রাপ্ত সুপার আবদুল মোত্তালিব কমিটি গঠনে নিজের অজ্ঞতার জন্য দু:খ প্রকাশ করে সভাপতি পরিবর্তনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।