নেহালপুর প্রতিনিধি : মণিরামপুরের কুলটিয়া ইউনিয়নের সুজাতপুর গ্রামে শ্রী শ্রী জগন্নাথ দেবের প্রথম রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শ্রীশ্রী রাধা-মাধব গোলক ধাম আয়োজন করে ওই প্রথম রথযাত্রা। উৎসবের অংশ হিসেবে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মন্দির প্রাঙ্গণে চলে নামসংকীর্তনও প্রসাদ বিতরণ। মন্দিরের সেবিকা শ্রীমতি লীলাশক্তি রাধা দেবীদাসী জানান, প্রথমবারের মতো যশোরের ৯৬ গ্রামের প্রাণকেন্দ্র মশিয়াহাটীর সুজাতপুরে রথযাত্রা উৎসব আয়োজন করা হয়েছে। আগামীতে আরও জাঁকজমকভাবে আয়োজন করা হবে বলে আশা করছি।