Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর গণসংযোগ

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ০৮:৫৪:৪২ পিএম

 

ফরহাদ খান, নড়াইল: নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সংগঠনের জেলা শাখার সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সার দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন। শুক্রবার (২৭ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নড়াইল-১ আসনের রঘুনাথপুর, পুরুলিয়া মোড়, চাঁচুড়ী, বাবরা মোড়, বারইপাড়া, কাঞ্চনপুর ও শুক্তগ্রাম এলাকায় গণসংযোগ করেন।

এ সময় জামায়াতে ইসলামীর প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার পথচারী, দোকানি, ব্যবসা প্রতিষ্ঠান, শ্রমজীবী, যানবাহন চালকসহ বিভিন্ন পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বুকে জড়িয়ে ধরেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কালিয়া উপজেলার সেক্রেটারি আলমগীর হোসাইন, নায়েবে আমির সবেদ মন্ডল, কালিয়া পৌর আমির নওশের আলী, সেক্রেটারি কামরুল ইসলাম, সদর উপজেলার সহকারী সেক্রেটারি মইনুল গাজী, কালিয়া যুব বিভাগের সভাপতি আমীর হামজা, শ্রম বিভাগের সভাপতি বায়েজিদ হোসাইন, জামায়াতে ইসলামীর চাঁচুড়ী ইউনিয়ন আমির হারুন অর রশিদ, পুরুলিয়া আমির এম টি আর সিদ্দিকী, বাবরা-হাচলা আমির মাওলানা নাসির উদ্দিন, পেড়লী আমির আবু মুসা, পাঁচগ্রাম আমির মুস্তাক আহমেদসহ অনেকে।

নড়াইল-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ওবায়দুল্লাহ কায়সার বলেন, আগামী সংসদ নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদী। বিজয়ী হলে সত্যিকার অর্থে উন্নয়ন করতে চাই। এই আসনে সড়ক উন্নয়ন, মাদক ও অনলাইন প্রতারণা বন্ধসহ জনকল্যাণে কাজ করতে চাই।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)