Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীর ঢল

এখন সময়: বুধবার, ২ জুলাই , ২০২৫, ০৯:২৮:২১ পিএম

 

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে তারুণ্যের সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জুন) বিকালে নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিন দুপুর থেকে ব্যানার, ফেস্টুন, মাথায় ফিতা বেঁধে ও দলীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করে। বিকেল সাড়ে ৪ টার মধ্যে দলীয় নেতাকর্মী ও পদবঞ্চিতের উপস্থিতিতে মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।

অভয়নগর উপজেলা যুবদলের সদস্য সচিব হারুন অর রশিদ ওরফে ভিপি হারুনের সভাপতিত্বে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্র নেতা মশিয়ার রহমান মশি। প্রধান বক্তা ছিলেন, নওয়াপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এফ এম গিয়াস উদ্দিন, পৌর বিএনপির সহসভাপতি সেলিম রেজা, সাবেক ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম, মোহাম্মদ আলী মোল্যা, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি জিএম বাচ্চু, বিএনপি নেতা মেজবাউর রহমান বেগ, জহির রায়হান, যুবদল নেতা সমম্রাট হোসেন, ছাত্র নেতা শাহ্ মাহমুদ প্রমুখ।

সমাবেশ শেষে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি র‌্যালি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।   

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)