নড়াইল পৌর প্রতিনিধি: নড়াইল সদর উপজেলার ৬ নম্বর তুলারামপুর ইউনিয়নের পূর্বপাড়া যুব সংঘের উদ্যোগে (২য় দিন) ঐতিহ্যবাহী জারী ও বাউল সঙ্গীতসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুন শনিবার সন্ধ্যায় তুলারামপুর ইউনিয়ন বি এন পি কার্যালয় চত্বরে নড়াইল জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের কৃতি সন্তান শিহাবুর রহমান সিহাবের সার্বিক তত্ত্বাবধানে তুলারামপুর ইউনিয়ন বি এন পির সভাপতি ইউসুফ আলী মোল্যার সভাপতিত্বে এবং বিশিষ্ট সমাজ সেবক মাজহারুল ইসলাম লুলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ। বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা যুবদলের সভাপতি মোঃ মশিয়ার রহমান,নড়াইল নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, নড়াইল জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক নবীর হোসেন, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন,জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি উজ্জ্বল খান, নড়াইল জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. রবিউল ইসলাম রুবেল, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আরিফুল আকবর মিল্টন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী খানসহ ৬ নম্বর তুলারামপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী
সংগঠনের নেতৃবৃন্দ।