অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরে ২০২৪-২৫ অর্থবছরে রোপা আমন ধান (উফশী), গ্রীষ্মকালীন পেঁয়াজ, লেবু-তাল-আমের চারা ও সবজি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন হয়েছে। রোববার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা বিতরণের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, সহকারী প্রোগ্রামার আহসান কবির ও নওয়াপাড়া সাউদার্ন ইংলিশ স্কুলের শিক্ষার্থীবৃন্দ।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় ৭৫ উপকারভোগীর মাঝে ৩৭৫ লেবুর চারা ও জনপ্রতি ১২ কেজি করে জৈবসার দেয়া হয়েছে। এছাড়া উপজেলার ৮ ইউনিয়ন পরিষদে ১২৮ ও নওয়াপাড়া পৌরসভায় ২২টি করে ১৫০ তালের চারা দেয়া হয়েছে। ৩শ আমের চারা ৬০জনকে দেয়া হয়েছে। নিম-বেল-জাম ও কাঁঠালের এক হাজার ৪শ’ চারা ও বিভিন্ন প্রকার সবজীর বীজ তালিকা অনুযায়ী বিতরণ করা হয়েছে। ১৩০ উপকারভোগীর মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ জনপ্রতি ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সারসহ নগদ ৩৫৫টাকা করে দেয়া হয়েছে।