অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরে নওয়াপাড়া সরকারি কলেজের সকল শিক্ষার্থীদের সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি-চার্জ কালেকশনের জন্য সোনালী ব্যাংক পিএলসি, নওয়াপাড়া শাখার সাথে নওয়াপাড়া সরকারি কলেজের চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নওয়াপাড়া সরকারি কলেজের হলর”মে এই চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠান ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের ডিজিএম (ইনচার্জ) মো. জাকির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন প্রিন্সিপাল অফিসের এজিএম মো. আজিজুল ইসলাম ও সোনালী ব্যাংকের নওয়াপাড়া শাখার ম্যানেজার মো. হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রশান্ত কুমার বিশ্বাস, প্রিন্সিপাল অফিসার এফ এম আবিদ হাসান, সিনিয়র অফিসার (আইটি) এনায়েত হোসেন, সিনিয়র অফিসার (আইটি) আশরাফুল ইসলাম সুমন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক এসএম আবিদ হাসান। অনুষ্ঠান শেষে কলেজের সকল শিক্ষার্থীদের ফি-চার্জ কালেকশনের চুক্তিপত্রে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষে ডিজিএম মো. জাকির হোসেন ও কলেজের পক্ষে অধ্যক্ষ রবিউল হাসান স্বাক্ষর করেন।