মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুর প্রেসক্লাবের দাতা সদস্য ও লন্ডন প্রবাসী বিএনপি নেতা খন্দকার জাহাঙ্গীর আলমের বড়বোন জেসমিন আরা বেবী মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে শুক্রবার রাত আটটার দিকে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহী অয়াইন্নাইলাহী রাজিউন) তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে দুই ছেলে, চার ভাই, দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জেসমিন আরা বেবী যশোর শহরের মোল্যাপাড়া এলাকার মৃত কাজী এমদাদুল হকের স্ত্রী। শনিবার সকালে যশোরে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে মণিরামপুরে পিতার বাড়ি কন্দর্পপুর গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হয়।
এ দিকে তার মৃত্যুর খবর পেয়ে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, মালয়েশিয়া প্রবাসী বিএনপি নেতা আলি হোসেন, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, আসাদুজ্জামান রয়েলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন। এছাড়াও নেতৃবৃন্দ বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।