কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: কালীগঞ্জ শহরের কোটিপতি ব্যবসায়ী বিনয় মল্লিকসহ তার পরিবারের কাউকেই বৃহস্পতিবার থেকে কোথাও পাওয়া যাচ্ছেনা। এর মধ্যে শহরের বড় বাজারের মেসার্স মল্লিক ব্রাদার্স নামে তাদের প্রতিষ্ঠানের কর্তৃত্ব নিয়েছেন পৌর ব্যবসায়ী নেতা মাসুদ রানার পুত্র মাহফুজ মুন্না। তিনি প্রতিষ্ঠানে বসে বেচাকেনাও করছেন। এদিকে হঠাৎ করে তাদের স্বপরিবারে নিখোঁজের বিষয়টি নিয়ে শহরে নানান গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কেউ বলছে, ওই ব্যবসায়ী পরিবারের সদস্যসহ রাতের আঁধারে ভারতে পালিয়ে গেছে। কেউ আবার বলছে, চাঁদাবাজদের কবলে অতিষ্ঠ বা ব্যাংক ও বিভিন্ন ব্যবসায়ীর থেকে টাকা হাতিয়েও ভারতে পালাতে পারেন। শনিবার পর্যন্ত ওই পরিবারটির খোঁজ না মিললেও ওই প্রতিষ্ঠানটি, কর্তৃত্ব নেয়া ব্যবসায়ী নেতা মাসুদ রানার ভাষ্য, এগুলি তারা ক্রয় করেছেন।
অপরদিকে ওই পরিবারটি নিখোঁজ না, গুমের শিকার হয়েছে তা নিয়েও চলছে ব্যবসায়ীদের মধ্যে জল্পনা কল্পনা। এ নিয়ে শনিবার বিকেলে ব্যবসায়ী বিনয় মল্লিকের মোবাইলে কল দিলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে।
জানা গেছে, শহরের বড় বাজারের মল্লিক ব্রাদার্স নামের ব্যবসা প্রতিষ্ঠান শহরের মধ্যে অন্যতম ও বৃহৎ। দেশ স্বাধীনের আগে থেকেই প্রয়াত বিকাশ চন্দ্র মল্লিক সুনামের সাথে ব্যবসা পরিচালনা করতেন। তার মৃত্যুর পর সন্তানদের কেউ কেউ ভারতে চলে গেলেও বড় সন্তান বিনয় মল্লিক তাদের ব্যবসা পরিচালনা করে আসছিল। গত বৃহস্পতিবার থেকে তিনিও পরিবারসহ নিখোঁজ রয়েছেন। তার মত একজন কোটিপতি ব্যবসায়ী পরিবার হঠাৎ করেই নিখোঁজের খবরে শহরময় অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে নানান জল্পনা কল্পনা চলছে।
এসব বিষয়ে খোঁজ নিতে বৃহস্পতিবার সরেজমিনে মল্লিক ব্রাদার্স প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, মল্লিক পরিবারের কেউ নেই। প্রতিষ্ঠানে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সহসভাপতি মাসুদ রানার পুত্র মাহফুজ আহম্মেদ মুন্না বেচাকেনা করছেন। তারা এ প্রতিষ্ঠানটি ক্রয় করেছেন বলেও জানান।
এ বিষয়টি জানতে ব্যবসায়ী নেতা মাসুদ রানার মোবাইলে কল দিলে জানান, নিখোঁজ মল্লিক পরিবার কোথায় আছেন তা তিনি জানেন না। তারা গত বুধবার রেজিস্ট্রির মাধ্যমে বাড়ি ও ভবনসহ প্রতিষ্ঠান ক্রয় করেছেন। তবে কত টাকায় কিনেছেন এমন প্রশ্নের উত্তরটি তিনি এড়িয়ে যান।
এদিকে নিখোঁজের বিষয়টি জানতে শনিবার বিকেলে ওই ব্যবসায়ী বিনয় মল্লিকের ব্যবহৃত মোবাইলে একাধিকবার কল দিলে ফোনটির সুইচ বন্ধ পাওয়া গেছে।
ব্যবসায়ী পরিবার নিখোঁজের বিষয়ে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুল ইসলাম বলেন, তিনি শহরের ব্যবসায়ীদের মুখে শুনেছেন মল্লিক পরিবার নিখোঁজ বা কোথাও চলে গেছে। তবে, এক ব্যবসায়ীর কাছে প্রতিষ্ঠান বিক্রি করে ভারতে গেছেন এমন কথা শুনলেও বাস্তবে তারা কোথায় আছেন তা তিনিও জানেন না বলে জানান।
ব্যবসায়ী পরিবারের নিখোঁজের বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, বিষয়টি তিনিও শুনেছেন। তবে এ নিয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। তারপরও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।