Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন

এখন সময়: বুধবার, ১৬ জুলাই , ২০২৫, ১০:২৬:৩০ এম

 

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে এলক্ষে বার্ষিক সাধারণ সভা শেষে আলোচনা সাপেক্ষে পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়। সভায় সমিতির বিগত বছরের সকল আয়-ব্যয় দাখিল করেন কোষাধ্যক্ষ এস রফিকুল ইসলাম। পরে দ্বিতীয় অধিবেশনে কাজী আব্দুল্লাহকে সভাপতি ও আঃ লতিফ মোড়লকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। সমিতির সিনিয়র সদস্য নয়াদিগন্ত ডুমুরিয়া প্রতিনিধি আনোয়ার হোসেন আকুঞ্জির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইউএনও বলেন, যারা দুঃস্থ ও অসহায় সাংবাদিক রয়েছে তাদেরকে কিভাবে সহায়তার হাত বাড়িয়ে দেয়া যায় সে বিষয়ে সমিতিকে উদ্যোগী হতে হবে। তিনি কল্যাণ মূলক এই সংগঠনে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। সাংবাদিক সুব্রত কুমার ফৌজদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অমিয় কান্তি পাল, থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবদুল্লাহ বায়োজিদ, সমিতির নবনির্বাচিত সভাপতি কাজি আবদুল্লাহ, সাধারণ সম্পাদক আঃ লতিফ মোড়ল, ইটভাটা মালিক সমিতির সভাপতি শাহাজান জমাদ্দার, সাংবাদিক অরুন দেবনাথ, মাহাবুব রহমান, এস রফিকুল ইসলাম, শেখ আব্দুস সালাম, শেখ সিরাজুল ইসলাম, গাজী আব্দুল কুদ্দুস, সেলিম আবেদ, গাজী মাসুম, জিএম ফিরোজ, সাব্বির খান ডালিম, সুমন ব্রহ্ম, আশরাফুল আলম, গাজী নাসিম প্রমুখ। প্রসঙ্গত, গত ২ বছরে ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির তহবিলে ১০ লাখ টাকা জমা হয়েছে।    

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)