ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ পলাশ মিয়া নামে এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোরে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কৃত্তিনগর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় তার বাড়ি থেকে একটি একনলা রাইফেল, একটি ইলেকট্রনিক শক মেশিন এবং একটি রামদা উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, ক্যাপ্টেন রাতুল ত্রিপুরার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ অস্ত্র রাখার দায়ে পলাশকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাকে উদ্ধার করা অস্ত্রসহ শৈলকুপা থানায় সোপর্দ করা হয়। পলাশ মিয়ার বিরুদ্ধে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্দেহজনক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, সেনাবাহিনী অস্ত্রসহ এক ব্যক্তিকে থানায় হস্তান্তর করেছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর তাকে আদালতে পাঠানো হবে।
খোঁজ নিয়ে জানা যায়, শৈলকুপায় এক সময় কুখ্যাত অস্ত্রবাজ গণবাহিনীর অন্যতম আঞ্চলিক নেতা ছিলেন জিয়ারত আলী মোল্লা। তিনি সরকারের নিকট অস্ত্র জমা দিয়ে ১৯৯৬ সালে আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করে অন্ধকার জগত ছেড়ে আসলেও পূর্বের নেশা পেশা হতে পরিবারটি সম্পূর্ণ মুক্ত হতে পারেননি।