Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বকেয়া বেতন বোনাস পরিশোধের দাবিতে মোবারকগঞ্জ চিনিকল শ্রমিকদের বিক্ষোভ

এখন সময়: বুধবার, ৯ জুলাই , ২০২৫, ১১:৫৫:২১ পিএম

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : দক্ষিণাঞ্চলের একমাত্র রাষ্ট্রীয় ভারি শিল্প প্রতিষ্ঠান কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনিকলের শ্রমিকরা বকেয়া বেতন ও বোনাসের পাওনা টাকা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে শ্রমিকরা কর্মবিরতি দিয়ে মিলের প্রশাসনিক ভবনে ব্যবস্থাপনা পরিচালকের কক্ষের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রায় ঘন্টাব্যাপী বিক্ষোভ চলাকালে সিবিএ নেতাদের মধ্যস্ততায় বকেয়া বেতন পাওয়ার আশ্বাসে তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

মিল শ্রমিকরা জানায়, গত জুন মাসের বকেয়া বেতন এবং ফেব্রুয়ারি মাসের হলিডে ও ফ্রাইডে’র পাওনা টাকা তারা পাচ্ছেনা । এদিন সকালে শ্রমিকরা তাদের নার্য্য টাকা পরিশোধের দাবিতে ব্যবস্থাপনা পরিচালকের অফিস কক্ষের সামনে জড়ো হয়ে নানা স্লোগান দিতে থাকেন। শ্রমিকদের বিক্ষোভে এক পর্যায়ে  মিলের ব্যবস্থাপনা পরিচালক অবরুদ্ধ হয়ে পড়লে পুলিশ ও মিলের সিবিএ নেতারা এসে পরিস্থিতি শান্ত করেন। এ সময় সিবিএ নেতৃবৃন্দ এমডির সাথে আলোচনা করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস পেলে শ্রমিকরা এম ডির কার্যালয় থেকে সরে যান ।

এ বিষয়ে মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, মিলটি অর্থ সংকটে থাকায় শ্রমিকদের বেতন দিতে পারেনি। এ কারণে তারা বিক্ষোভ করেছিল। তবে, মিলের মজুদকৃত চিনি বিক্রি হলেই দ্রুত শ্রমিকদের বেতন পরিশোধ করবেন বলে জানান তিনি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)