সাতক্ষীরা প্রতিনিধি : নিখোঁজ ইজিবাইক চালক হাসান আলীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই ) সকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামের একটি ইটভাটার সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
পঞ্চাশোর্ধ বয়সী হাসান আলী যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বেনেআলী গ্রামের জবেদ আলী সরদারের ছেলে।
নিহতের শ্বশুর আজহার আলী সাংবাদিকদের জানান, জামাই হাসান আমার বাড়িতে থেকে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করত। বৃহস্পতিবার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি। রাতে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছিলো।
শুক্রবার সকালে কলারোয়া থানা পুলিশ ফোন করে জানান, হাসানের লাশ পাওয়া গেছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে হাসান আলীর ইজিবাইকটি ছিনতাইয়ে বাধা দেয়ায় তাকে হত্যা করে ফেলে গেছে দুবৃর্ত্তরা। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ওসি ।