কেশবপুর প্রতিনিধি : কেশবপুর বগা গ্রামের কৃতি সন্তান মোঃ শাহিনুর রহমান শাহীনের মহতি উদ্যোগের ফলে এলাকাবাসীর মাঝে প্রশংসিত হয়েছেন। ১০ জন এতিম বাচ্চার তাদের জীবনের পড়াশোনা খরচের নিশ্চয়তা পেয়েছে। তিনি এলাকার দশজন এতিম বাচ্চাদের প্রতিজনকে নগদ ৫ হাজার করে টাকা বিতরণ করেন।
কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নের বগা গ্রামের মাস্টার আব্দুস সাত্তার সরদারের পুত্র ঢাকার একটি বেসরকারি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ শাহিনুর রহমান শাহীন তাঁর এলাকার দশজন এতিমদের মাঝে বাচ্চাদের মাঝে প্রত্যেককে নগদ ৫ করে টাকা বিতরণ করেন। শুধু তাই নয় তিনি এই এতিম বাচ্চা গুলোর জন্য আগামী ১৬ বছর প্রতিমাসে আড়াই হাজার করে টাকা প্রদান করবেন বলে জানিয়েছেন।