কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার শ্রীরামপুর গ্রামের দরিদ্র ও অসহায় ব্যক্তি দীর্ঘ দিন ধরে কেশবপুর থানায় লাশ বহনকারী শেখের আলী খাঁকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ঘর নির্মাণের জন্য দুই বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার উপজেলা চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজসহ কর্মকর্তাগণ।