Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোস্ট গার্ডের অভিযানে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ আটক ১

এখন সময়: মঙ্গলবার, ১৫ জুলাই , ২০২৫, ০৮:৫৭:১১ এম

 

ম.ম.রবি ডাকুয়া, মোংলা: খুলনার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি এবং বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ডের নেতৃত্বাধীন যৌথ বাহিনী।

রোববার (১৩ জুলাই) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১২ জুলাই) রাত ১১টায় কোস্ট গার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন জেড.এন. প্যালেস আবাসিক হোটেলে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে হোটেলের একটি কক্ষ থেকে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং আনুমানিক ২ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের ৪৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ সময় এক মাদক ও অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক ব্যক্তিকে এবং জব্দ করা আলামত সোনাডাঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি আরও বলেন, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অস্ত্র চোরাচালান রোধে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)