Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুলনায় ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

এখন সময়: শনিবার, ১৯ জুলাই , ২০২৫, ১০:৪১:২৮ এম

 

খুলনা প্রতিনিধি : খুলনা আফিল গেট রেলক্রসিংএ ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও ৩০ জন যাত্রী আহত হয়েছে। সোমাবার আনুমানিক রাত ৮টার সময় নগরীর আফিল গেট থেকে বাইপাস সড়কে যাওয়ার পথে রেলক্রসিংএ এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারীদল ট্রেনে আসার পর রাত পৌনে ১ টায় রেলওয়ের যান্ত্রিক বিভাগের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ট্রেনের ইঞ্জিন ও কোচ নিয়ে যায়। এদিকে খুলনা-ঢাকা সুন্দরবন ট্রেনটি রাত পৌনে ১০ টায় ছাড়ার কথা থাকলেও রাত ১২ টা ৫০ মিনিটে ছেড়ে যায়। খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম খান জানান, রাত ৮ টায় একটি ট্রাক আফিল গেটের রেলক্রসিং এর ওপর উঠেই হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি ট্রাকটিকে ধাক্কা দিয়ে কিছুদূর নিয়ে এবং ট্রেনের তিনটি বগি ছিটকে পড়ে। এতে আহত হয় ট্রেনের ৩১ জন যাত্রী। আহতদের দ্রুত স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ নিয়ে যায়। সেখানে চিকিৎসক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোঃ শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। এ ঘটন প্রায় ৫ ঘন্টা পর খুলনার সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)