Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরায় স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল

এখন সময়: বুধবার, ১৬ জুলাই , ২০২৫, ০৯:৩০:১১ এম

 

মাগুরা প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচির আওতায় মাগুরা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল মঙ্গলবার দুপুর ১২টায় সারাদেশে প্রশাসনের রির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্ঠার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির আওতায় মাগুরা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাগুরা ভাইনার মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের চৌড়ঙ্গী মোড় প্রদক্ষিণ করে ঢাকা রোডে শেষ হয় । জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক গোলাম জাহিদ, সদস্যসচিব আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহবায়ক হাসানুর রহমান হাসু বিক্ষোভ মিছিলে নেতৃত্বে দেন। বিক্ষোভ মিছিলে অংশ নেয় জেলার বিভিন্ন ইউনিটের স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।

এসময় বিক্ষোভ মিছিলে অংশ নেয়া স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের জামায়াত শিবির রাজাকার শ্লোগান দিতে দেখা যায়। মাগুরা জেলা স্বেচ্ছাসেবকদলের বক্তরা বলেন, জামায়াত শিবির, এনসিপি দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র রুখে দিতে আমরা জাতীয়তাবাদী শক্তি রাজপথে আছি।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)