নিজস্ব প্রতিবেদক : যশোরে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজুর নবম মৃত্যুবার্ষিকী স্মরণে পারিবারিকভাবে কর্মসূচি পালিত হয়েছে।
সকালে শহরের ঘোপ সেন্ট্রাল রোডস্থ জামে মসজিদ প্রাঙ্গণে প্রয়াত আলী রেজা রাজুর কবরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। আসরবাদ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। প্রয়াত আলী রেজা রাজুর ছোট ভাই শামীম আহমেদ রনিসহ পরিবারের সদস্য, নিকট আত্মীয় ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০১৬ সালের এই দিনে (১৫ জুলাই) মৃত্যুবরণ করেন আলী রেজা রাজু।