নিজস্ব প্রতিবেদক: ২০২৪-২০২৫ অর্থ বছরে যশোর থেকে ১ কোটি ৩৭ লাখ ৪২ হাজার ৬৯০ কেজি মাছ ভারতে রফতানি করা হয়েছে। রফতানিকৃত মাছের মূল্য ৩ কোটি ৮৩ লাখ ৪৮ হাজার ৯৭৫ মার্কিন ডলার।
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে যশোর কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে মঙ্গলবার সকালে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এতথ্য জানান সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ। আগামী ২২ জুলাই থেকে মৎস্য সপ্তাহ পালন করা হবে।
তিনি জানান, রফতানিকৃত মাছের মধ্যে পাবদা ৮৮ দশমিক ৫২শতাংশ, ইলিশ ৩ দশমিক ৮ শতাংশ, টেংরা ২ দশমিক ৭২ শতাংশ , পারশে ১ দশমিক ৮৯ শতাংশ, ভেটকি ১দশমিক ৮২৫ শতাংশ । বাকী অন্যান্য মাছ। জাতীয় পর্যায়ে ইলিশ আহরণে বাংলাদেশ প্রথম, মিঠা পানির মাছ আহরণে ২য়, তেলাপিয়া উৎপাদনে এশিয়ায় ৩য় ও বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।
সভায় জানানো হয়, ২২ জুলাই ১১টা থেকে ১২টা পর্যন্ত কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের করা হবে। র্যাণি শেষে কালেক্টরেট সভা কক্ষে আলোচনা সভা, ১২ টা ১৫ স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষী, ব্যক্তি , উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান, নির্বাচিত জলাশয় যশোর পৌরসভা পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ। ২৩ জুলাই জেলা মৎস্য অফিসারের কার্যালয়ে হ্যাচারী মালিক, মৎস্যচাষী, জেলে, মৎস্য খাদ্য উৎপাদকারী, মৎস্য খাদ্য আমদানীকারক,উদ্যোক্তা,মৎস্যজীবী ও অন্যান্য অংশীজনের সমন্বয়ে মৎস্য সম্পদের স্থায়িত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা। ২৪ জুলাই একই স্থানে সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্য চিত্র প্রদর্শন। ২৫ জুলাই সকালে উপজেলা গুরুত্বপূর্ণ এলাকার পুকুর বা জলাশ্বয়ের পানি ভৌত রাসায়নিক গুনাগুন পরীক্ষা এবং নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন। ২৬ জুলাই জেলা মৎস্য অফিসারের কার্যালয়ে সকাল ১০টায় মৎস্যখাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা শীর্ষক কর্মশালা, ২৭ জুলাই শিক্ষার্থীদের কুইজ ও রচনা প্রতিযোগিতা জিলা স্কুল ও কালেক্টরেট স্কুলে। ২৮ জুলাই বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত জেলা মৎস্য অফিসারের কার্যালয়ে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌর প্রশাসক রফিকুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব, জেলা মৎস্য কর্মকর্তা সরকার মুহাম্মদ রফিকুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রিপন কুমার ঘোষ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বৈজ্ঞানিক কর্মকর্তা নাসিমা বেগম নাসিমা বেগম, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, হ্যাচারী মালিক সমিতির সভাপতি জাহিদুর রহমান গোলদার প্রমুখ।