নিজস্ব প্রতিবেদক : যশোর জেলা উইমেন্স বিউটি পার্লার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এডভান্স হেয়ার ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জয়তী সোসাইটর মিলনায়তনে দিনব্যাপী এডভান্স হেয়ার ওয়ার্কসপ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। প্রধান অতিথি থেকে সনদ বিতরণ করেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সাকির আলী। বিশেষ অতিথি ছিলেন জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি সুফিয়া মাহমুদ রেখা। সমাপনী অনুষ্ঠানে বক্তৃতা করেন সদস্য রেহেনা পারভীন, শানজীদা ইয়াসমিন। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সায়লা আক্তার ইতি। এডভান্স হেয়ার ওয়ার্কসপ প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক এ কে এস অনিমিথ। এই ওয়ার্কসপে খুলনা বিভাগের ৬০ জন বিউটিশিয়ন প্রশিক্ষণ গ্রহণ করেন।