আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে বৃষ্টির পানি (সুপেয় পানি) সংরক্ষণের লক্ষে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়া মরিচ্চাপ রিভার ভিউ কেওড়া পার্ক চত্বরে এ পানির ট্যাংক বিতরণ করা হয়।
নেটজ্ বাংলাদেশ এর সহায়তায় গবেষণা প্রতিষ্ঠান বারসিক বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ) প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পানির ট্যাংক হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। বারসিকের উপজেলা সমন্বয়কারী আসাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে পরিবেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুম বিল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহকারী প্রশাসনিক কর্মকর্তা একেএম মাহবুবুুল হক, আশাশুনি সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. শরিতুল্যাহ, ইউপি সদস্য শাহিনুর আলম শাহিন, ইউপি সদস্য তারক চন্দ্র মন্ডল, ইউপি সদস্য তপন সরকার, ইউপি সদস্য (সংরক্ষিত) মোছা. ময়না খাতুন, আশাশুনি প্রেসক্লাবে সাবেক সভাপতি জিএম মুজিবর রহমান, সাংবাদিক বিএম আলাউদ্দীন, আইডিয়াল কর্মকর্তা সুব্রত বাছাড় প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশ প্রকল্পের শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৮টি ইউনিয়নের সিএসও সদস্যদের মাঝে এক হাজার লিটারের ৫৯৭ এবং ৩ হাজার লিটারের ২টি পানির ট্যাংক পর্যায়ক্রমে বিতরণ করা হবে।