খুলনা প্রতিনিধি: জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে ১৬ জুলাই (বুধবার) খুুলনা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, দোয়া এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। দিবসের শুরুতে সকালে সরকারি নির্দেশনা মোতাবেক রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ শাহজালাল অংশগ্রহণ করেন।
দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।
অপরদিকে দিবসটি উপলক্ষ্যে বিকেল ৩টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের এস্টেট শাখার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনের সম্মুখে বৃক্ষরোপণ করা হয়।