জীবননগর প্রতিনিধি: জুলাই শহিদ দিবস’ উপলক্ষে বুধবার সকালে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে স্মরণ আলোচনাসভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন। বিশেষ অতিথি ছিলেন জীবননগর পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার পরিদর্শক (অপারেশন). আতিয়ার রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহাজান আলী, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক. রিপন হোসেন, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল মাহাতাব মানিক প্রমুখ।
অপরদিকে জীবননগরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।