নিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মফিজুল আলম খোকা শুক্রবার ভোরে ঢাকার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী এক ছেলে ও দুই মেয়ে, নাতি-নাতনীর সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বাদ আসর বারান্দিপাড়া ঢাকা রোড ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় কারবালা কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এদিকে তার মৃত্যু সংবাদ শুনে মুক্তিযোদ্ধা সহ পাড়া প্রতিবেশীর মাঝে নেমে আসে শোকের ছায়া। সকলেই বারান্দিপাড়া কদমতলা এলাকার মফিজুল আলম খোকার বাসভবনে ছুটে যায় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নামাজে জানাজায় অংশগ্রহণ করেন তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মুজিব বাহিনীর প্রধান রবিউল আলম, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, আবুল কাসেম, সিরাজুল ইসলাম, মোবাশ্বর হোসেন বাবু প্রমুখ।