Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শার্শায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

এখন সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর , ২০২৫, ০৫:৩০:২৪ পিএম

শেখ কাজিম উদ্দিন, বেনাপোল : যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টার সময় শার্শা উপজেলা বিএনপির আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অগণিত নেতাকর্মীর অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা হয়। স্লোগানে স্লোগানে উপজেলা চত্বর মুখরিত হয়ে ওঠে।
শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খাইরুজ্জামান মধু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান বাবু, সালাউদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান তুলে ধরে বলেন- শহীদ জিয়া বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন। দেশের সংকটময় সময়ে তিনি জনগণের অধিকার রক্ষায় বিএনপি গঠন করেন। আজ তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছি।
উপস্থিত ছিলেন শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ-জোহা সেলিম, সদস্য সচিব ও যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, শ্রমিকদলের নেতা হান্নানসহ মহিলা দল, মৎস্যজীবী দল ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)