কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : ঢাকাস্থ সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হয়েছেন কালিগঞ্জের কৃতি সন্তান অ্যাডভোকেট এস এম আরিফুল ইসলাম।
নবনির্বাচিত কমিটি সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সুপ্রীমকোর্ট বারের প্লাটিনাম লাউঞ্জে অনুষ্ঠিত সাতক্ষীরা আইনজীবী সমিতি ঢাকা এর বার্ষিক সাধারণ সভায় ব্যারিষ্টার মোঃ ইমরুল হায়দারকে সভাপতি ও অ্যাডভোকেট এসএম আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
অ্যাডভোকেট আরিফুল ইসলাম সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের দুলাবালা গ্রামের মরহুম নুরুল ইসলামের ছেলে।
২০০৮ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত হয়ে আইনজীবী পেশায় নিযুক্ত হয়ে ঢাকা জজকোর্ট ও পরবর্তীতে বাংলাদেশ সুপ্রীমকোর্টে আইনজীবী হিসেবে পেশাগত দায়িত্ব পালন করছেন।