Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় যশোর জেলা ক্রিকেট টিম বাছাই পর্ব অনুষ্ঠিত

এখন সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর , ২০২৫, ১২:৩৪:৪৬ পিএম

বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় যশোর জেলা ক্রিকেট টিমের উদ্যোগে অনূর্ধ্বু ১৪, ১৬ ও ১৮ ক্রিকেটারদের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাঘারপাড়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ বাছাই পর্বে উপজেলার বিভিন্ন এলাকার তরুণ খেলোয়াড়রা অংশ নেন।
অংশগ্রহণকারী খেলোয়াড়রা ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং দক্ষতা প্রদর্শনের মাধ্যমে নির্বাচকদের সামনে নিজেদের যোগ্যতা তুলে ধরেন। এ সময় মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ক্রিকেটপ্রেমী ও ক্রীড়া সংগঠকরাও উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাছাই পর্বের উদ্বোধন করেন বাঘারপাড়া ডিগ্রি কলেজের সভাপতি ও সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল নূরে আলম সিদ্দিকী সোহাগ। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন।
বাছাই কার্যক্রম পরিচালনা করেন বিসিবি’র নিয়োজিত যশোর জেলা প্রশিক্ষক আজিমুল, ক্রীড়া সংগঠক ও কোচ শামিম এজাজ এবং আয়োজক আবু হুরাইরা। তারা জানান, এ ধরনের আয়োজন থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে পাওয়া সম্ভব হবে, যারা ভবিষ্যতে জাতীয় দলে খেলার সুযোগ পেতে পারে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন জননী সাইকেল স্টোর, বাঘারপাড়া। উপস্থিত দর্শনার্থীরা বলেন, গ্রামীণ পর্যায়ে নিয়মিতভাবে এ ধরনের আয়োজন হলে মেধাবী খেলোয়াড়রা সুযোগ পাবে এবং দেশের ক্রিকেট আরও সমৃদ্ধ হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)