Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন

এখন সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর , ২০২৫, ০২:৪২:৩১ পিএম

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে। শনিবার উপজেলার বিভিন্ন স্থানে ও ধর্মীয় প্রতিষ্ঠানে জশনে জুলুসে, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনাদর্শ সম্পর্কে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ৯ টায় উপজেলা দংশনে জুলুম উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বিশাল জশনে জুলুস বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরবর্তীতে শহীদ সোহরাওয়ার্দী পার্ক ময়দানে উপজেলা জশনে জুলুস উদযাপন কমিটির সভাপতি পীরজাদা ডাক্তার হাবিবুল্লাহর সভাপতিত্বে ধর্মীয় আলোচনা পেশ করেন কালিগঞ্জ থানা জামে মসজিদের খতিব হযরত মাওলানা আশরাফুল ইসলাম আজিজী।
দক্ষিণ শ্রীপুর কুশলিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক আইয়ুব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মথুরেশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান, নলতা কেন্দ্রীয় আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস মোহাম্মদ রমিজ উদ্দীন, পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মুফতী আব্দুস সাত্তার আজিজী, মুকুন্দপুর কেন্দ্রীয় আলিম মাদ্রাসার হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ কুতুব প্রমুখ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন গুনাকরকাটি খায়রিয়া আজিজিয়া কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ হযরত মাওলানা মুহাম্মদ আবু তাহের। এছাড়াও শনিবার রাতে কালিগঞ্জ থানা মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)