কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬০ কেজি অপদ্রব্য মেশানো বাগদা চিংড়ি জব্দ ও ধ্বংস করা হয়েছে। এ সময় অসাধু ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজা মণ্ডল কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, স্থানীয় মৎস্য ব্যবসায়ী জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে বাড়িতে গোপন আস্তানা গড়ে তুলে অধিক মুনাফার আশায় বাগদা চিংড়িতে কৃত্রিমভাবে অপদ্রব্য পুশ করে আসছিলেন। পরে এসব চিংড়ি বিভিন্ন ডিপোতে সরবরাহ করা হতো। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযানে ৬০ কেজি পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করে সেগুলো জনসমক্ষে পেট্রোল ঢেলে পুড়িয়ে বিনষ্ট ও অসাধু ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় থানার উপ-পরিদর্শক সাব্বির আহমেদসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।