বাঘারপাড়া প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসনের জনগণ কেমন সংসদ সদস্য চাই শীর্ষক মতবিনিময় সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে দোহাকুলা ইউনিয়নের এনবিকে মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল যশোর-৪ আসনের বিএনপির মনোনোয়ন প্রত্যাশী নূরে আলম সিদ্দিকী সোহাগ। তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী যোগ্য ও ক্লিন ইমেজের নেতাদের মনোনয়ন দেবে বিএনপি। কোনো চাঁদাবাজ,ঋণ খেলাপী, ভূমি দখলকারী বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। তিনি আরো বলেন, টাকা মেরে খাওয়া সংসদ সদস্য জনগন চাইনা। এসময় তিনি আরো বলেন, দল যদি আমাকে এআসনে মনোনয়ন দেয় জনগনের মতামত নিয়ে এ আসন পরিচালনা করবো। উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা টুটুল মোল্যা, হালিম গাজী, আবু খায়ের, আব্দুল খালেকসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।