প্রেসবিজ্ঞপ্তি: বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে শার্শা উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি ব্যবস্থাপনায় হজ্ব নিবন্ধনে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: ইকরামুল ইসলাম শাওন এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভিডিও কলে যুক্ত হয়ে আলোচনা করেন জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম । প্রধান অতিথির বক্তব্য রাখেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার মো: কাজী নাজিব হাসান। তিনি বলেন- সরকারিভাবে হজে গমনের সুবিধা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যপকভাবে প্রচার করতে হবে। সরকারি ব্যবস্থাপনায় হজে সফর সহজ, মসৃণ ও নিরাপদ হয় ।
এ বিষয়টি ইসলামিক ফাউন্ডেশনের ইমামগণ তাদের দায়িত্বরত মসজিদে জুম্মাবারে আলোচনা করবেন। অনুষ্ঠানে নিউজিল্যান্ডে থেকে ভিডিও কলে যুক্ত থেকে হজের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন মাওলানা মো: আবুল কালাম আজাদ, ইমাম ও খতিব ফরিদপুর শাহ জাম মসজিদ । শার্শা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসক ও শার্শা উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণসহ বিভিন্ন অঞ্চল থেকে হজে গমনেচ্ছুক ধর্মপ্রাণ মুসলিমগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন শার্শা উপজেলা দায়িত্বরত ফিল্ড সুপারভাইজার মনিরুল ইসলাম।
অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পারিচালনা করেন শার্শা উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহমান ।