Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ঝিকরগাছায় জনসভা

মানুষ আর চোর ডাকাত চাঁদাবাজকে ক্ষমতায় যাওয়ার জন্য ভোট দিবে না : চরমোনাই পীর

এখন সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর , ২০২৫, ০৭:২২:৫২ পিএম

নিজস্ব প্রতিবেদক: জিয়ার আদর্শ বিক্রি করে বিএনপি পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ মন্তব্য করেন। গণঅভুানে গণহত্যার বিচার, পিআর পদ্ধিতে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এই জনসভার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিকরগাছা উপজেলা শাখা।

মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ‘দক্ষিণপন্থীদের বিস্তীর্ণতায় বিএনপির আজ মন খারাপ। এই দক্ষিণপন্থীরাই জীবনভর বিএনপিকে ভোট দিয়েছে। সেই দক্ষিণপন্থীদের সম্মান ইজ্জত রক্ষা করতে পারে নাই তারা। জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের কথা বলে ধোকা দিয়েছে। জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করার বক্তব্য দিয়ে খালেদা জিয়া প্রথম ক্ষমতায় যেয়ে দেশকে তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিলেন। দ্বিতীয়বারে জিয়াউর রহমানের আদর্শ বিক্রি করে বিএনপি ক্ষমতায় যেয়ে আরো দুইবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। জিয়ার আদর্শ বিক্রি করে আর কয়বার ক্ষমতায় যেতে চান বলেও প্রশ্ন তোলেন তিনি। জনগণ বারবার ক্ষমতায় নিলেও তার আদর্শ বাস্তবায়ন করতে পারেননি। বরং পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এ দেশের মানুষ আর চোর ডাকাত, গুন্ডা চাঁদাবাজকে ক্ষমতায় যাওয়ার জন্য ভোট দিবে না।

কারেন্ট ফেল করে কিন্তু হাতপাখা ফেল করে না মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে এই আমির বলেন, ‘যারা ধানের শীষের প্রার্থী হয়, তারা নিজেরা ধান কাটতে পারে না। যারা নৌকায় নির্বাচন করে, তারা নৌকা চালাতে পারে না। যারা লাঙ্গল নিয়ে নির্বাচন করে, তারা নিজেরা লাঙ্গল চালাতে পারে না। এসব মার্কাগুলো সব গরিবের; কিন্তু যারা নির্বাচন করে তারা একজনও গরিব না। তাদের কথার সাথে প্রতীকের কোন মিল নাই। কিন্তু হাতপাখা যে নির্বাচন করে, সে ঘুরাতে পারে। যারা সমর্থন করে তারাও ঘুরাতে পারে। হাতপাখা হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবার। কারেন্ট ফেল করে, কিন্তু হাতপাখা ফেল করে না। এটা এমন একটা মার্কা, এটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার শান্তি দেয়। হাতপাখার বিজয় হলে গোটা জাতির বিজয় হবে বলেও তিনি মন্তব্য করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝিকরগাছার সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শোয়াইব হোসেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তফা কামাল, যশোর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী আজিজুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করীম আবরাব, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোরের সভাপতি মিয়া আব্দুল হালিম, সেক্রেটারি মোহাম্মদ আলী সরদার প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)