ঝিকরগাছা প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে ঝিকরগাছায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় পারবাজার শিব মন্দিরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দুলাল অধিকারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী। বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযপন পরিষদের সহসভাপতি নন্দ দেবনাথ, পৌর পূজা পরিষদের সভাপতি উজ্জল দাস বাবু ও সেক্রেটারী পলাশ পাল। অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও ভুপালী সরকার বলেন, নির্বিঘ্নে এবারের পূজা উদযাপন করতে প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা থাকবে। এছাড়া আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, আনসার বাহিনীর সাথে উপজেলার সদল দপ্তরের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দায়িত্ব পালন করবেন। এছ্ড়া পূজার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পূজা মন্দিরের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী, পূজা কমিটির সদস্যদের মোবাইল নাম্বার টাঙিয়ে রাখা বাধ্যতামূলকসহ উপজেলা কমিটির একটি হোয়াটসআপ গ্রুপ করা হবে বলেও জানান তিনি।