Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

এখন সময়: রবিবার, ১৪ সেপ্টেম্বর , ২০২৫, ০১:৪২:৪৪ পিএম

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কোটচাঁদপুর পৌর বাস টার্মিনালে প্রেসক্লাব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব ও নবচিত্র প্রতিনিধি খোন্দকার আব্দুল্লাহ বাশার এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন লিখনি সংবাদ প্রতিনিধি রমজান আলী।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দৈনিক ভোরের সময়ের প্রতিনিধি সোহেল চৌধুরী ও দৈনিক যশোর পত্রিকার প্রতিনিধি মোস্তাফিজুর রহমান আপেল। প্রেসক্লাবের ২৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে ১৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোস্তাফিজুর রহমান আপেল।

নির্ধারিত সময় শেষে বেলা দুইটার দিকে প্রধান নির্বাচন কমিশনার উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মরতুজা আলী নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কোটচাঁদপুর পৌর কাশিপুর কলেজের প্রভাষক মোফাজ্জল হোসেন এবং প্রিজাইডিং অফিসার ছিলেন গণমাধ্যম কর্মী রেজাউল করিম।

নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণের পর আগামী ১৯ সেপ্টেম্বর উপজেলা প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)