প্রেসবিজ্ঞপ্তি: যশোরের বাঘারপাড়া উপজেলায় পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
কাইণ্ড ভিশন ও নাজিম উদ্দীন ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে এবং পরিবার কল্যান সমিতি (পিকেএস) যশোর এর সহযোগিতায় এই ফ্রি চক্ষু শিবির সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত
অনুষ্ঠিত হয়।
এই চক্ষু শিবিরের উপজেলার বিভিন্ন এলাকার ৩২২ দরিদ্র অসহায় রোগীকে চিকিৎসা ও প্রদান করা হয়। এর মধ্যে ৩৬ রোগীর মাঝে ফ্রি চশমার প্রদান করা হয়।
পরিবার কল্যাণ সমিতি (পিকেএস) যশোর এর মেডিকেল অফিসার ডাঃ লুৎফুন নাহার ইমা রোগীদের চিকিৎসা প্রদান করেন।
এর আগে সকলে পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক তরুণ কুমার সাহা এই চক্ষুরের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পাইকপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক মোঃ ফিরোজ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাষ্টার আব্দুর রব, ইন্সুইরেন্স কর্মকর্তা ফখরুল ইসলাম, মাষ্টার হাদিউজ্জামান লিটন, সহযোগী অধ্যাপক জিয়াউর রহমান, মাওলানা আনোয়ার হোসেন, মেম্বর নাসের বিশ্বাস, পিকেএস যশোর এর অফিস সেক্রেটারি রিফাত খন্দকার, পিকেএস যশোর এর টেকনিশিয়ান মোঃ মফিজুর রহমান ও নাজিম উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি জহুরুল হক । স্বাগত বক্তৃতা করেন কাইণ্ড ভিশন যশোরের নির্বাহী পরিচালক তরিকুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাইণ্ড ভিশন এর এলিভেটেড হাঙ্গার প্রজেক্ট এর কো- অর্ডিনেটেড সহযোগী অধ্যাপক মোঃ মিন্টু মিয়া।