Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের হোতা রতন গ্রেফতার

এখন সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর , ২০২৫, ০৫:৫৬:১৬ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের হোতা ও সাতটি মামলার পলাতক আসামী রতন মিয়া (৩৪) গ্রেফতার হয়েছে। সোমবার ভোরে উপজেলার আলাইপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ওই গ্রামের মোবারক মিয়ার ছেলে রতন একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিল।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আন্তঃজেলা মটরসাইকেল চোরচক্রের হোতা রতন উপজেলার আলাইপুর গ্রামে তার বাড়ীতে অবস্থান করছে। এমন খবরে থানার এস আই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ভোর সাড়ে চারটার দিকে ওই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ আরো জানায়, একাধিক মামলায় অভিযুক্ত আসামী রতনকে আটকে ইতিপূর্বে আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন সংস্থা অভিযান চালিয়েও ব্যার্থ হয়। অবশেষে পুলিশের চৌকস টিমের হাতে  সে গ্রেফতার হয়।

কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম  জানান, রতনের নামে কালীগঞ্জসহ বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলার সে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী। তাকে আদালতের মাধ্যমে ঝিনাইদহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)