কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: শিক্ষা শুধু বই মুখস্থ করা নয়, বরং জ্ঞানকে বাস্তবে কাজে লাগানোর ক্ষমতা তৈরি করাই এর আসল উদ্দেশ্য। সেই লক্ষ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রাণবন্ত ডিবেটিং প্রতিযোগিতা।
উদ্যোগের নেপথ্যে ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ইংরেজি শিক্ষক আজিবর রহমান। তিনি বিশ্বাস করেন, বিতর্ক চর্চা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়, বিশ্লেষণী মন গড়ে তোলে এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের প্রস্তুত করে।
দিনভর শিক্ষার্থীরা নিজেদের দল ভাগ করে পক্ষ-বিপক্ষ যুক্তি উপস্থাপন করে। “শিক্ষার মান উন্নয়নে বিতর্ক অপরিহার্য,” এমন বার্তা ছড়িয়ে দেয় এই প্রতিযোগিতা। শ্রেণিকক্ষে মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে এখানে শিক্ষার্থীরা শিখছে কীভাবে ভদ্রভাবে মতামত প্রকাশ করতে হয়, প্রতিপক্ষের যুক্তির জবাব দিতে হয় এবং সঠিক তথ্য দিয়ে নিজেদের মত প্রতিষ্ঠা করতে হয়।
এ নিয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা বলেন, এমন প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস তৈরি করে। তারা ভবিষ্যতে প্রশাসন, শিক্ষা, ব্যবসাÑযে ক্ষেত্রেই যাক না কেন, যুক্তিভিত্তিক সিদ্ধান্ত নিতে পারবে।
সহকারী প্রধান শিক্ষক রুহুল আমীন ও সহকারী শিক্ষক শামীম উদ্দীন শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতে এমন প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হবে।
আজিবর রহমান বলেন,আমি সবসময় চাই শিক্ষার্থীরা শুধু ভালো ফল করুক তা নয়, তারা যুক্তিবাদী মানুষ হোক, সঠিক সিদ্ধান্ত নিতে পারুক। ডিবেটিং প্রতিযোগিতা সেই দক্ষতাই গড়ে তোলে।
এ সময়ে বিদ্যালয়টির সহকারী শিক্ষক বাবুল আক্তার, মানিক ঘোষ, সুজন বিশ্বাসসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।