কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: কপিলমুনিতে প্রতি বছরের ন্যায় সাড়ম্বম্বে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়েছে। কপিলমুনি স্বর্ণ সমিতি কার্যালয়ে, বিভিন্ন জুয়েলার্সের দোকানে, জুয়েলার্স ব্যবসায়ীদের বাড়ীতে, টেইলার্সে, সাইকেলের দোকানে, কাপড় পট্টিতে, স মিল, ও রাইসমিল ও কর্মকারদের বাড়ীতে এ পূজা বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত অনুষ্ঠিত হয়। ঢাক ঢোল, শঙ্খ বাজিয়ে ও উলু ধ্বণি দিয়ে পূজা শুরু করা হয়। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।